দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম--কেয়ামত
কবির নাম--জাহানারা মাহবুব
তারিখ--০৫/০৭/২০২৫
কেয়ামত অতি সন্নিকটে
জানতে হবে সবাই,
এত সুন্দর ভূবণ ধূলিসাৎ হবে
ভেবে কূল কিনারা না পাই।
সাবধানে পথ চলতে হবে
পশ্চাৎতে থাকানোর সময় যে নাই,
সময় থাকতে ইবাদত করতে হবে
প্রাণ খুলে আল্লাহ রাসুল কে ডাকতে হবে,
হাতে সময় কম তাই।
চারিদিকে হানাহানি বেড়ে গেছে,
নিয়ম-নীতি ভূলে মানুষ
স্বার্থের দিকে ধাবিত হচ্ছে,
মায়া মমতা নাই কারো
সবাই নিজকে নিয়ে তরতর।
তাই কোরানের আলোয়
জীবন সাজাতে হবে
তা নাহলে সবাই, বিপদের সামিল হবে।
বিপদে পড়ে ভূলের জন্ম হলে
আর শোধরাবার সময় নাই।
সত্য,সুন্দর ও ন্যায় নীতিকে
অন্তরে ধারণ করে,
এগিয়ে যেতে হবে সবাই
অতি তাড়াতাড়ি মাবুদকে ডেকে
গুনাহ মাপির জন্য কাঁদতে হবে সবাই
এ ধারাতে পরপারের পথ আলোকময় হবে
জেনে নিতে হবে হায়।