দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম – দেখবে আমার লাশ
কলমে – মাহবুব আলম বুলবুল
তারিখ -২৩/৫/২৫
আমায় যেদিন বুঝবে তুমি
সেদিন পাবে না,
চলে যাবো যেথায় আমি
সংগে যাবে না।
আমার জন্য পাড়ার লোকে
কাটবে পাকা বাঁশ,
লোকের মুখে শুনে এসে
দেখবে আমার লাশ।
গরম জলে গোছল শেষে
সাদা কাপড় পড়িয়ে,
খাটিয়ার উপর রেখে আমায়
কাঁদবে স্বজন জড়িয়ে।
ছলছল চোখে থাকবে তুমি
আমার দিকে চেয়ে,
ভাবনার আকাশে উড়বে হয়ত
একটু বেদনা পেয়ে।
বেশি সময় রাখবে না
আমায় বাড়ির ভিতর,
চার জনার কাঁধে চড়ে
যাবো আমি নিথর।
ক্ষমা করে দিবে যদি
ভুল করে থাকি,
বিরক্ত আর করবো না
তোমায় আমি ডাকি।