দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম★অরণ্য আলিঙ্গন
কলমে★মোহাম্মাদ নাঈম কাকন
তারিখ★১২/০৬/২৫ সন
থোকায় থোকায় ফুটেছে
নানা বর্ণ ফুল অরণ্যে,
আজ সে সৌরভ গন্ধ পেতে...
আশ্রয় খুঁজে নিতে হয়
একটু তোমার জন্যে,
ভালোবাসার গন্ধ সুকে নিতে।
জানিনা ভাগ্যে হবে কি?
আদৌ তোমার সাক্ষাত
আবার একে অন্যে...
এখন আর পূর্ণীমা গাঢ় রাত
জোনাক জ্বলা চাঁদের হাসি,
আড় চোখে পড়েনা...
বৃথাই অপেক্ষার জলরাশি
কষ্টের নোনা জলে হৃদয়,
স্বপ্ন মাধবী সাজেনা।
জানিনা বেদনা বিধূর
মন করলে তুমি ক্ষুন্ন,
কি মধুর আলিঙ্গনে...
কখনও বিজরীর দমকা
প্রচন্ড বিভীষিকা কম্পন,
তার অনুভূতি জাগেনা...
কেবলিই নিছক স্বপ্ন বুনন
ভোরের সুখ তারা হয়ে,
দিগন্তের স্বপ্ন খুঁজেনা।
জানিনা কঠিন পাথরের
মূর্তী গড়া মন তোমার
আর কত রবে শূন্যে...