দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম – আমরা মানুষ
কলমে নূপুর আঢ্য
১২/০৬/২০২৬
পচন ধরেছে আজিকে সমাজে
বিবেক আঁধারে ঢাকা,
দয়া মায়াহীন মানুষের মন
ক্ষীণ প্রগতির চাঁকা।
ধর্মান্ধতা বাড়ছে ক্রমশ
চলছে মরন খেলা,
ভালোবাসাহীন জীবনযাত্রা
বাড়ছে মৃতের মেলা।
আমরা মানুষ হোক পরিচয়
ধর্ম কদাপি নয়,
ধর্মের মোহে হোওনা অন্ধ
জীবনকে করো জয়।
ধর্ম যে যার কর্ম সবার
পরম সত্য এটি,
মানুষের সাথে একাত্ম হয়ে
জীবনের হও ব্রতী।
এসো সুধীজন হাতে হাত ধরি
আলোকিত করি মন,
মানুষের সাথে থাকবো সবাই
আজি করি সেই পণ।