দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম -পদ্মা নদীর পাড়ে
কলমে - মাহবুব আলম বুলবুল
তারিখ -১২/৬/২৫
ওল খাইলে গলা চুলকাই
তেঁতুল খাইলে সারে,
মনে চাইলে বেড়াতে যাবে
পদ্মা নদীর পাড়ে।
চাঁদের আলোয় বসে দুজন
করবো প্রেমের গল্প,
খারাপ লাগলে মনে তোমার
গল্প করবো অল্প।
মনের কথা আছে অনেক
তোমায় আমি বলবো,
শুনতে যদি না চাও তুমি
বাড়ির পথে চলবো।
মান অভিমান থাকতে পারে
ভালোবাসার মাঝে,
ধুয়ে মুছে ফেলে দিবো সব
সূর্য ডুবার সাঁঝে।
তুমি যদি অভিমান ভেঙে
আমার সাথে যাও,
ভালোবাসা নিংড়িয়ে দিবো
কথা দিলাম তাও।
ভালোবাসি কতো তোমায়
জানিয়ে আমি দিবো,
তোমার মনের ভালোবাসা
চেয়ে আমি নিবো।