দৈনিক কবিতা প্রকাশ
শিরোনামঃ শহুরে বৃষ্টি
কলমেঃ সেলিম আলতাফ
তারিখঃ ২৩-০৫-২০২৫
মেঘলা আকাশ মন উতলা
বৃষ্টি আসবে ঝরঝর মুখরে,
গাছ গাছালি স্নানের শেষে
সুখী দোলে হাসি অঝোরে।
মেঘের ডাক সাজ সাজিয়ে
ঘূর্ণি হাওয়ার প্রকাশে এসে,
আঁধার ছাওয়া পৃথিবী ছবি
ভিজবে সব নিজ আবেশে।
পাখ পাকালি ফুলের শরীর
গভীর ভেজায় নেতিয়ে রবে,
মানব মনে আবেগি চলাচল
প্রিয়তা বেলাতে সময় যাবে।
বারান্দা জুড়ে জলের আসর
ফুলের শরীর সজীব আভায়,
বৃষ্টি ফোঁটার ঝাপটা ছোঁয়ায়
নানান শোভা ভাবনা মেলায়।
অনেক বৃষ্টিতে ভাসবে শহর
ডুববে সড়ক ডুববে আবাস,
সুখের ছবিতে অনেকে রবে
কষ্টের ছবিতে হাহুতাশ শ্বাস।