দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম~সৃষ্টিকর্তার দান
কলমে~শেখ আইনুল হাকিম
তারিখ~১১\০৭\২০২৫\
সৃষ্টিকর্তার দান সবাই নাহি পায়,
যদিও সবাই সদাই তাই চায়।
ভাগ্য নামক দেবতা করে নিমন্ত্রণ,
সৌভাগ্যদের তিনি জানান তার আমন্ত্রণ।
ধনী ও গরীব হয়না বাদ বিচার,
হয়না কখনো কভু কোথায় অবিচার।
মোদের চোখে উনার দান হয়তো,
নিরপেক্ষ মনে হয় কখনো নয়তো।
কখনো তেল মাথায় দেয় তেল,
অসহায় অসহায় এটাই উনার খেল।
কোন বিচারে উনি এমন করেন,
ভালো যা বুঝেন তা ধরেন।
কখনো ধনীর হয় ধনী আরো,
কেমনে তুমি এমন করতে পারো।
গরীবকে কাঁদিয়ে কেমনে শান্তি পাও,
জানিনা তুমি আসলে কি চাও?
কেউ কাঁদে বা হাসে তোমার দানে,
তবুও সবাই তোমার নিয়ম মানে।
যেভাবে চালাও তুমি খুশি মোরা,
হউক না ভাগ্যবান বা কপাল পোড়া।