দৈনিক কবিতা প্রকাশ
বিষয় - উম্মুক্ত
শিরোনাম -আমার পণ
কলমে- সালমা রহমান
তারিখঃ ১২-০৬-২০২৫ খ্রিঃ।
ধনী আমি হতে পারি
মূল্য তাতে নাই,
এমন ধন চাইনা আমি
শান্তি যেথায় হারাই।
হাসিমুখে কইবো কথা
এটাই আমার পণ,
কথা কাজে সবাই খুশি
থাকে যেন সারাক্ষণ।
আল্লাহর ভয়ে সহজ পথে
আঁকড়ে ধরি জীবন,
কষ্টে আমার নাই পরাজয়
একদিন হবে মরণ।
অসৎ পথে বিলাস জীবন
দরকার বলো কোথায়?
আল্লাহ আমায় আশিষ দিও
একটু দিও আশ্রায়।
ধরার মাঝে কেবল আছে
ভালোবাসার ঘর,
ভুলত্রুটি মার্জনা চাই
কইরো নাকো পর।
অল্পে রেখো অধিক তুষ্ট
মনটা রেখো সৎ,
মানুষ হয়ে মানুষের সেবায়
হারায় না যাই পথ।
কতো সুন্দর সৃষ্টি তোমার
দুনিয়ার আবাদি ভূমি,
তুষ্ট তোমায় করেই যেন
মরতে পারি আমি।