দৈনিক কবিতা প্রকাশ
বিষয়ঃ উন্মুক্ত
শিরোনামঃ অবরূদ্ধ বর্বরতা
কলমেঃ বলরাম সরকার
তারিখঃ ২৩/০৫/২০২৫
বর্তমানে পরিস্থিতি তে মানুষ বড়ই হিংস্র
নেইকো হৃদয়ে তাঁদের নুন্যতম দয়ামায়া,
মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব চিরন্তন সত্য
লাগে ভয় দেখলে খল মানুষের ছায়া।
আদিম যুগেও মানুষ ছিল না তত হিংস্র
হিংস্রতার পার্থক্যে আদিম মানুষ পরাজিত,
বর্তমান মানুষের আচার আচরণে
সভ্য সমাজের মানুষ ভীষণ লজ্জিত।
প্রত্যহ লাগাতার মানুষে মানুষে দ্বন্দ্ব
জ্বালিয়ে ঘরবাড়ি মানুষের রক্তপাত,
দাঙ্গা খুন আর ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি
পুত্রশোকে মূহ্যমান মাতা কাঁদছে সারারাত।
মানুষ হয়ে মানুষের করে চরম ক্ষতি
জাতির নামে বজ্জাতি ধর্ম নিয়ে রাজনীতি,
গোলাগুলি আর বোমা বর্ষণ তান্ডবে
হানাহানি খুন সরকারি রাজস্ব ক্ষয়ক্ষতি।
হিন্দুদের পালন মহা দুর্গোৎসব
মুসলিমদের মহরম ও ঈদের পরব,
খ্রীষ্টানদের পালন বড় দিন
একই সূত্রে গাঁথা এটাই মোদের গরব।
রবীন্দ্র নজরুলের শরীরের একই রক্ত
চাই শুধু সম্প্রীতি থাকবে না ভেদাভেদ,
মিলেমিশে একসূত্রে থাকবো প্রতিজ্ঞাবদ্ধ মোরা
কিসের দাঙ্গা রক্তপাত বিভেদ কিসের খেদ।
কেন যুদ্ধ কেন দ্বন্দ্ব কেন ধর্মের বিভেদ
নিয়ে ধর্ম খুনাখুনি বহিছে একই রক্ত লাল,
পরিচয় হোক একটাই আমরা মানব জাতি
সাম্প্রদায়িক দাঙ্গা আর চলবে কতকাল?