দৈনিক কবিতা প্রকাশ
বিভাগ – কবিতা
শিরোনাম – বিবেক হারা করো না মন
কলমে – নূপুর আঢ্য
০১/০৮/২০২৫
টাকাই মন টাকাই ধন
টাকাই আনে বদনে হাসি,
টাকা বিহীন জীবন বৃথা
বাজে না সুরে প্রাণের বাঁশি।
টাকা থাকলে বাঘের দুধ
করতে পারো করায়ত্ত,
বাঘে গরুতে জল খায়িয়ে
হতেই পারো মদমত্ত।
টাকা থাকলে অট্টালিকা
পরের পর বানাতে পারো,
নায়ক সেজে নয়কে ছয়
ক্ষমতাবলে বলিয়ে ছাড়ো।
এই টাকাই তোমার মান
ধুলোর সাথে মিশিয়ে দেয়,
মুখের হাসি ছিনিয়ে নিয়ে
লোভী মনের বদলা নেয়।
সমাপ্তিতে বলছি শোন
বিবেক হারা করো না মন,
প্রয়োজনের অধিক জেনো
মুখের হাসি করে হরণ।