দৈনিক কবিতা প্রকাশ
কবিতা - এমন উপকার
লেখক - মোহাম্মদ মহিউদ্দিন
তারিখ -০৬/০৭/২০২৫ ইংরেজি।
থাকলে টাকা না করি বাকি
করলে বাকি না দেই যেন ফাঁকি,
পাওনা দারের ন্যায্য পাওনা
পরিশোধ করিতে ভুলে যেওনা।
করলে উপকার প্রয়োজনে
উপকৃত হবে দো-জাহানে,
উপকার করে চাইলে প্রতিকার
এমন উপকার করাটাই বেকার।
সাহায্যে এগিয়ে আসি একে অপরের
স্নেহ ভালোবাসার হয়ে থাকতে সকলের,
যে কেউ করতে পারে উপকার
প্রয়োজন শুধু মানবিক উদারতার।
শুধু অর্থ দিয়ে নয় উপকারের শর্ত
উপকার করতে সকল ক্ষেত্রে লাগেনা অর্থ,
আমরা মানুষ মানবিক হই
অন্যের দুঃখ কষ্টে চেয়ে নাহি রই।
উপকার করলে হবে সওয়াবের অধিকার
উপকার করে খোটা দিলে হবে গুনাহগার,
উপকার করে খোটা বা করিলে প্রচার
এমন উপকার হয় উল্টো অপকার।
এসো সবে মিলেমিশে হাতে হাত মিলাই
মানবতার তরে ভালবাসা বিলাই,
কাউকে নয় অবহেলা তুচ্ছ হিংসে
ভালো চলি,ভালো বলি প্রীতিময় উচ্ছ্বাসে।