দৈনিক কবিতা প্রকাশ
কবিতাঃ আগাছা
কলমেঃ রামপ্রসাদ চক্রবর্তী
তারিখঃ ১২/০৬/২০২৫
আগাছার বাড়বাড়ন্ত রম্ভে
উৎখাত হতেই হয় -- সময়ের
বরষার উছলে আকুল ছলে।
মংগলের ভরসায় বুধে পা
যেথায় ইচ্ছা তথায় যাওয়া
বলতে বলতে ---সকালের শৌর্যে
সাফ সুতরো সব আগাছাই।
জীবন লীলায় এমন আগাছা
বিতাড়নের গ্লানি ভুলে
মাথা তুলে নয়ন খুলে
ফুল সখীদের পরাগ মিলন
দেখতে দেখতে পরগাছার
দলে ভীড়ে নতুন জীবন পায়।
আগাছা আর পরগাছা
যেন দু'ভাই জগাই মাধাই
বিদায় দিতে ব্যস্ত সবাই
প্রান্ত রেখায় তবুও যেন
একটুখানি রয়েই যায়।