দৈনিক কবিতা প্রকাশ
কবিতার নামঃ অশ্রু
কবির নামঃ বি এম মিজানুর রহমান
তারিখঃ ১২/০৬/২০২৫
অশ্রুতে মোর টলমল করে
ভরে আখি রোজ,
আগের মতো তোমার বন্ধু
পায় না কোন খোঁজ।
রোজ যে মনে ভাবনারা সব
উঁকি দিয়ে যায়,
কেমন করে সোনা বন্ধু
ছাড়তে পারে হায়!
ভালোবাসার প্রথম ছোঁয়ায়
অশ্রু ভরা চোখ,
ভীতি ভেঙে সুখটা নিলো
বন্ধু কি সেই জোক?
ঝোঁকের বশে বিশ্বাস ভাঙে
কাটে আমার ঘোর,
বন্ধু তুমি কেন এমন
ক্ষতি করলে মোর?
ঘোর কাটে না ভাবতে তোমায়
অশ্রু বয়ে যায়,
দূরে বন্ধু আর থাকিস না
আয় না ফিরে আয়।