দৈনিক কবিতা প্রকাশ
কবিতার নামঃ হাসিমুখের কারাগার
কবির নামঃ বি এম মিজানুর রহমান
তারিখঃ ০১/০৮/২০২৫
ভেতর থেকে বুঝতে পারি
জীবন হলো হেল,
কষ্ট চেপে বাঁচি যেন
সৌখিন কোন জেল।
খেলটা দেখে পাশের কারো
মৃদু হাসি মুখ,
লোকে ভাবে টাকা পয়সা
আনে বুঝি সুখ!
দুঃখ আমার বন্দী করি
হাসির ভেতর আজ,
কষ্ট পেতে পেতে যেন
ভুলে গেছি লাজ।
সাজটা এমন লুকাবো তাই
কষ্টে ভেজা মন,
হাসিমুখের কারাগারে
থাকি সারাক্ষণ।
জনেজনে জিজ্ঞাসিলে
মনের কথা কয়,
অশ্রু ঝরার পরেই আবার
মুখের হাসি রয়।