দৈনিক কবিতা প্রকাশ
কবিতা শিরোনাম–কালের আকাল !
কলমে – প্রভাত চৌধুরি।
তারিখ -২৬/০৭/২০২৫
কালের আকাল দেখছি রে ভাই,
দেশ দুনিয়া জুড়ে!
মাকাল ফলই দেখছি সদাই-
মরছি ঘুরে ঘুরে ।
কালের আকাল দূর থেকে দেখে,
হাসিতেছে মহাকাল ।
আজ মরলে, – কালকে দুদিন
বিধাতার মায়াজাল ।।
দেখছি – এটাই মানব ধর্ম ।
অসৎ কর্ম, অসৎ ধর্ম !
ভোগবাদেরি মহামন্ত্রে-
নিচ্ছে সবাই দীক্ষা !
গেঁয়ো যোগী ভিখ পায় না
কেই বা দেবে ভিক্ষা ??
কালের আকাল গোলক ধাঁধা
চলতে হবে সঠিক ।
ধ্রুবতারা লক্ষ্য করে-
চিনতে হবে দিক ।
গোলক ধাঁধার ফাঁদে পড়ে
বিপথে কেও যাসনে ওরে-
শক্ত হাতে হালটি ধরে-
এগিয়ে চলো ভাই! জয় জগদীশ সঙ্গে আছেন-
চিন্তা কিছুই নাই ।।
এ দুর্দিনে তোমার আমার স্বপ্ন থাকুক এই ।
ভারতবর্ষ ফিরে আসুক-
ভারতবর্ষ তেই ।।