দৈনিক কবিতা প্রকাশ
কবিতার নামঃ কন্যা আমার
কবির নামঃ বি এম মিজানুর রহমান
তারিখঃ ২৬/০৭/২০২৫
কন্যা আমার মায়ের মতো
ডাকি তারে মা,
বাড়ি ফিরে দেখি সদা
ভিষণ খুশি মা।
মায়ের মতো আদেশ নিষেধ
আবদার দেখি তার,
বাড়িতে যার কন্যা নাই রে
তার হয়েছে হার।
ভার করে মুখ কন্যা আমার
দেরি করলে ভাই,
এই জীবনে এমন আদর
কোথায় বলো পাই?
নাই রে ভবে কেহ আমার
মিষ্টি মায়ের ন্যায়,
মোর বিহনে কাঁদবে জানি
শুধু আমার মায়।