দৈনিক কবিতা প্রকাশ
কবিতা-হৃদয়ের নিরব কান্না
কলমে-মোঃ আবু তাহের মিয়া
তারিখ -০৬/০৭/২০২৫
অধিক আঘাতে আসে
হৃদয়ের নিরব কান্না,
দেখে যদি কেউ বুঝে ফেলে
সে তো হয় অনন্যা।
স্বপ্ন যদি হয় কারো
ভেঙ্গে চুরমার,
তখন নিরব কান্নার জলই
একমাত্র পুঁজি তার।
কষ্টের মাঝেও মুচকি হাসিতে
যে লুকিয়ে রাখে কষ্ট,
সে তো ধৈর্যশীল মানুষ
শত কষ্টেও হয়না ভ্রষ্ট।
হৃদয় গহীনে দুঃখেরা যখন
তুলে তরঙ্গের ঢেউ,
নিরব কান্নার জলের ফোঁটা
কথা বলতে শুনে কেউ।
এমনই অবস্হায় দেখে যদি
হাসির মুখোশে লুকানো কষ্ট,
বুঝে কেউ এগিয়ে এলে
সে তো হয় মানব শ্রেষ্ঠ।