দৈনিক কবিতা প্রকাশ
“ইচ্ছে করে”
কলমে~*শেখ কামাল*
রচনা-১৫/০৭/২০২৫-খ্রীঃ
তারিখ-২৬/০৭/২৫
ইচ্ছে করে সামনে আসি
তোমার সনে একটু হাসি,
ওগো সুদূর পরবাসী
তোমায় বড্ড ভালোবাসি।
সবুজ বনে নিরজনে
খোলা মনে একটু বসি,
চার নয়নে প্রেম বয়নে
সুখ শয়নে সুখে ভাসি।
এটা বলবো ওটা বলবো
জিজ্ঞাসিবো কাছে ঘেঁষি,
কিছু শিখবো কিছু লিখবো
কিছু গাইবো কণ্ঠে আসি।
গগনতলে আপন বলে
স্বপ্ন সাজাই রাশিরাশি,
ভরসা করে দুহাত ধরে
পথ চলি পাশাপাশি।।