দৈনিক কবিতা প্রকাশ
আল্লাহর সৈনিক
শাহ্ মোহাম্মদ ইসমাইল হোসেন
০৫ জুলাই ২০২৫
মরলে শহীদ বাঁচলে গাজী
আমরা মুসলমান,
ন্যায়ের তরে যুদ্ধ করি
পাঠ করি কুরআন।
ভয় করিনা জীবন দিতে
সত্য ন্যায়ের পথে,
ন্যায়ের পথে যাই এগিয়ে
ডরিনা কোন মতে।
ঘৃণা করি ওদের মোরা
দেখায় যারা ভয়,
জোর কদমে যাই এগিয়ে
পিছু হটিবার নয়।
শক্তি থাকলে যুদ্ধ করি
নয়তো করি ঘৃণা,
মুসলিম মোরা আল্লাহ ছাড়া
কাউকে ডরিনা।
শক্তি সাহস ঈমান মোদের
পাঠ করি কুরআন,
বিশ্ব ভুবন দেখছে চেয়ে
বীরশ্রেষ্ঠ ইরান।
অত্যাচারী পশ্চিমাদের
করছে পদে পিষ্ট,
ইরানিরা বীরের জাতি
যুদ্ধে মুসলিম শ্রেষ্ঠ।
জুজু বুড়ির ভয় করি না
আমরা মুসলমান,
সকল দর্প চূর্ণ করে
হই আগোয়ান।
মুসলিম মোরা ভাই ভাই
কথা কাজে নির্ভীক,
জান মাল য়ার দান
এক আল্লাহর সৈনিক
(রেডিও কলোনি সাভার ঢাকা)