দৈনিক কবিতা প্রকাশ। কবিতা - অশ্রুর দেশ
কলমে 🖊 স্বপন গায়েন
তারিখ – ১১/০৭/২০২৫
আমরা সবাই রঙ মাখি মুখে মাথায়
কালো শরীরও হয়ে ওঠে ঝা চকচকে
ধন্দে পড়ি কোনটা আসল কোনটা নকল
রঙ মাখা শরীর যেন দাবানল।
গরীব রঙ মাখে না -
তাদের শরীরে কাদামাটির গন্ধ
সূর্যের তাপে পুড়ে যায় বিবর্ণ শরীর
বৃষ্টিতে ভিজতে ভিজতে জীবনের গান গায়।
এক শ্রেণীর মানুষ তবুও রঙ মাখে
না মাখলেও চলে তবুও মাখে -
নীল সমুদ্রে ভেসে চলে সুখের বজরা।
অশ্রুর দেশে গরীবের চিরকালীন বসবাস।