দৈনিক কবিতা প্রকাশ। কবিতা: কালো মেয়ে
কবি:শেখ সারফুদ্দিন
০৬.০৭.২০২৫ ইং
গেদু চাচার মেয়ে ময়না,
যৌতুক ছাড়া বিয়ে হয় না।
মেয়েটি তার ভিষণ কালো,
জ্ঞানে-গুণে অনেক ভালো।
পাত্র যদি আসে বাড়ি
যৌতুক চায় সে দামী গাড়ি,
যৌতুক নেওয়া মস্ত পাপ কাজ
বুঝাইলে তা বুঝতে নারাজ।
গেদু চাচার সাধ্য যে নাই
আল্লাহ ছাড়া নাই কোন ঠাঁই,
কেউ বুঝে-না মনের কষ্ট
অভাবে তার স্বভাব নষ্ট।
মেয়েটি তার কালো বলে
বিয়ের বয়স গেল চলে,
শান্তি নাই আর মনের ঘরে
দুই নয়নে অশ্রু ঝরে।
সতী নারী কালোও ভালো
সৎ সঙ্গে হয় জগৎ আলো,
অন্তরে নয় জিলাপির প্যাচ
সাপের মতো মারবে না ন্যাচ।