দৈনিক কবিতা প্রকাশ। শিরোনাম........ মহরম
কলমে....লিয়াকত সেখ
তাং.......০৬,০৭,২৫
মহরম আজ রণ সাজে সাজ
চলে লাঠি খেলা,
তাতে নেই লাভ সব বরবাদ
বৃথা কাটে বেলা ।
ছুরির আঘাত রক্তে শরীর
লাল হয়ে হায় ভাসে,
ঢাল-তলোয়ার মরণ লড়াই
আল্লাহ স্বয়ং হাসে ।
এমন কাজে কার উপকার
যায় না কভু জানা,
নির্বাক সমাজ চুপ করে রয়
এই কাজে নেই মানা ।
রক্তদানে জীবন বাঁচে
মানুষের হয় ভালো,
শিবির করে রক্ত দিয়ে
প্রাণের আলো জ্বালো ।
মহরম মাস সাধনার মাস
মোদের ভুলে নষ্ট,
ইমাম হোসেন ত্যাগের প্রতীক
ইতিহাস কয় পষ্ট ।