1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

দৈনিক কবিতা প্রকাশ।                                  অভিমানের বৃষ্টি (গীতিকবিতা) মোর্শেদা চৌধুরী এ্যানি তাং ০১-০৭-২০২৫

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

দৈনিক কবিতা প্রকাশ।                                  অভিমানের বৃষ্টি
(গীতিকবিতা)

মোর্শেদা চৌধুরী এ্যানি
তাং ০১-০৭-২০২৫

নিশীত রাতে নীরবে আমি কাঁদি শুধু চুপিচুপি,
তুমি পাশে থেকেও বোঝো না ব্যথা এ কেমন রূপি।
ভালোবাসার নীলাভো স্বপ্নগুলো ঝরে পড়ে নীরবে,
তোমার হৃদয় কেন এতো শূন্য, এত পাষাণ তবে?

তোমায় সুখের ডাক দিয়েছি বারেবারে ব্যথার সুরে,
তুমি ফিরিয়ে দিয়েছো শুধু অবহেলা,ঘৃণার নীরবে।
আমার হাসির আড়ালে কত শত যন্ত্রণার কণ্ঠস্বর,
তুমি শুননি কোনোদিন, দিলে না প্রেমের পরশপাথর।

অভাবের সংসার বুনেছি আচমকায় ভালোবাসায়,
তুমি তবুও বরণ করনি মমতার কোনো ছায়ায়।
উপহারের নয়, চেয়েছি একটুখানি মায়ার আলো,
তুমিই নিভিয়ে দিলে হৃদয়ের সেই ছোট্ট প্রদীপগুলো।

নিজের স্বার্থে ভেসে থাকে সারাক্ষণ তোমার জীবন,
আমার দুঃখের গল্পে নেই কোনো আবেগের স্পন্দন!
চোখের জলে ভিজে গেছে বালিশ রাতের আঁধারে,
তবুও দিনের আলোয়ে হাসি থাকি এক ভাঙা বুকে।

হয়তো একদিন আমায় আর পাবে না তুমি খুঁজে,
সেদিন বোঝাবে না ভালোবাসা কেন হলো লুটে।
অভিমানের এই বৃষ্টি ঝরবে না আর সাজানো ঘরে,
হারাবো আমি নতুন সূর্যের ভোরের আশার মিনারে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট