কবিতা -যতন করো তাদের
কবি -কায়সার উদ্দিন জালাল
১৯ /০১/২০২৫
মা বাবাকে কাছে পেলে
সেবা করো হেসে খেলে
না থাকলে তো খুঁজবে তাদের খুঁজবে,
দিয়ে যেয়ো ভালোবাসা
কভু নহে কোনঠাশা
মরলে তারা বুঝবে সবাই বুঝবে।
বউয়ে বললে বসো
বললে উঠান চষো
শ্বশুর শাশুড়ি শালা রাখো সদা কাছে,
বাপের জায়গা নাই
কেমনে জীবন পাই
মরলে তোমার মহা শাস্তি যে আছে।
মহান রবের বাণী
পড়ো কোরআন খানি
অর্থ বুঝে পড়লে জানবে বাবা মায়ে,
করোনা তো কেউ ভুল
হাতে নাও আজ ফুল
লুটাও বাবা মায়ের কাদা মাখা পায়ে।
পায়ে ধরে ক্ষমা চাও
যতো পারো সেবা দাও
নিজ জান্নাত দূরে দিও না তো কভু
হারাম হালাল চিনে
খাবারটা খাও কিনে
করে নামাজ সিয়াম খুশি করো প্রভু।