দৈনিক কবিতা প্রকাশ। কবিতা:হারিয়ে গেছে
কবি:সরকার মীনা
মায়ের আদর মায়ের স্নেহ
পাইনা এখন আর
আট বছর হারিয়ে গেছে
অচিন পথের বাঁকে।
ভুলতে পারিনা মায়ের স্মৃতি
একলা ঘরে বসে
মায়ের ছোঁয়া সব কিছুতে
দেখে দেখে কাঁদি।
মায়ের চোখের স্বপ্ন ছিলাম
ছিলাম মায়ের জীবন
চোখের আড়াল হলেই মা
পাগলপারা হতেন।
মা ছিলেন অপার শক্তি
জীবন পথের আলো
তাঁর বিয়োগে জীবন আমার
কষ্টে গেছে ভরে।
মা এখন আকাশ তারা
পাইনা তাঁর ছোঁয়া
ঘুমের ঘোরে দেখি কেবল
তাঁর মুখ খানি।