দাবিহীন ভালোবাসা
কবি: মহামায়া রুদ্র
তারিখ: ১০-০৫-০-২০২৫
না পাওয়ার মাঝেও লুকিয়ে থাকে একরাশ সুখ,
তোমাকে ভালোবাসি আগে বুঝিনি কখনো।
তাই তোমাকেই ভালোবাসি!
তোমার ভালো থাকা, আর ভালো লাগাকেই ভালোবাসি।
ভালোবাসা কি শুধুই যন্ত্রণা?
না, দাবিহীন ভালোবাসার মাঝে থাকে একরকম শূন্যতা,
যেখানে নেই হারিয়ে ফেলার ভয়।
আমি শুধু তোমায় ভালোবাসি—
তোমার থেকে কিছু চাওয়ার নেই,
পাওয়ারও নেই কোনো ইচ্ছে।
চোরাবালির ওপরে আমরা বেঁধেছিলাম সুখের বাসা,
তুমি হারিয়ে গেলে সেই গভীর অন্ধকারে,
রেখে গেলে অন্ধকার মরুভূমির বুকের উপর
আমার দু’চোখে শুধুই মরুভূমি।
তবুও এই চোখ খুঁজে ফেরে—
একটু দেখার আশায়।
ভালো আছো তো তুমি?
সেদিন দেখেছি আকাশে তোমায়,
তোমার কথা ভাবলে আজও
তোমাকে ভাববার মধ্যে থাকে গভীর প্রশান্তি।
প্রতীক্ষার ব্যথা আর স্মৃতি নিয়ে বেঁচে থাকা,
একটু খবরের আশায় অপেক্ষা করা—
কেমন আছো তুমি? ভালো আছো তো?
যখন স্পষ্টভাবে যন্ত্রণাগুলো আমায় কাঁদায়,
শব্দেরা ভিড় করে মনের আঙিনায়।
এক চেনা মুখের অপেক্ষায়,
আমাদের মাঝে যে নদী একদিন বয়ে যেতো,
আজ সেখানে শুকনো বালি ছাড়া কিছুই নেই।
তবু এ হৃদয় কখনো কখনো তোমাকে ছুঁতে চায়,
তখন তোমার লেখা উপন্যাসের পাতা ওলটাই,
সেখানেই খুঁজে পাই তোমার স্পর্শ।
আর মনের অজান্তেই—
শান্তিতে ঘুমিয়ে পড়ি আমি।।
@সবাই