প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ৬:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৫, ৭:২৮ এ.এম
তোমার প্রেমে কাব্যশ্রী মো. নজরুল ইসলাম তোমার প্রেমে মনটা সাজে স্বপ্নের আশা জাগে, ভালোবাসার বিশাল পাকে মনো ভাবনা বাগে। জীবন খানি তোমার প্রেমে নীতি বিহীন ফাঁকা, প্রেমের বার্তা প্রাণের সুরে বাজছে তালে রাকা। স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলার ক্ষেত্রে তুমি, কৃষক চাষে সদায় ব্যাস্ত চষে বেড়ায় ভূমি। তুমি আমার সোনার ধানে নবান্নে বেশ খুশি, তোমার জমি আমার ভূমি সুরক্ষা সাধ তোষি। তোমার সাথে জীবন পাঠে পথের মাঝে পড়ি, তোমায় নিয়ে ঘর করিতে ভবের বুকে লড়ি।
তোমার প্রেমে
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
তোমার প্রেমে মনটা সাজে
স্বপ্নের আশা জাগে,
ভালোবাসার বিশাল পাকে
মনো ভাবনা বাগে।
জীবন খানি তোমার প্রেমে
নীতি বিহীন ফাঁকা,
প্রেমের বার্তা প্রাণের সুরে
বাজছে তালে রাকা।
স্বাধীন দেশে স্বাধীন ভাবে
চলার ক্ষেত্রে তুমি,
কৃষক চাষে সদায় ব্যাস্ত
চষে বেড়ায় ভূমি।
তুমি আমার সোনার ধানে
নবান্নে বেশ খুশি,
তোমার জমি আমার ভূমি
সুরক্ষা সাধ তোষি।
তোমার সাথে জীবন পাঠে
পথের মাঝে পড়ি,
তোমায় নিয়ে ঘর করিতে
ভবের বুকে লড়ি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত