তোমার নিষ্ঠুরতা
হালিমা সুলতানা
নিষ্ঠুরতা কাকে বলে
তোমার ছোঁয়ায় বুঝা।
সরল পথে হাঁটতে গিয়ে
বাঁকার পথটাই সোজা।
সীমাহীন বর্বরতা
তোমার নিত্য সঙ্গী,
মিথ্যের রাজ্য তোমার স্বর্গ
ভাব গরিমার ভঙ্গি।
জাহেলিয়া হার মেনেছে
তোমার ছলা কলায়।
নিষ্ঠুরতায় তোমার পুঁজি
ফুটছে তোমার বলায়।
পদ্মের মাঝে বিষের অনল
কেবা আগে জানতো?
চন্দ্র সূর্যের নিয়ম কানুন
আগেই তবে মানতো।
নিষ্ঠুরতার প্রতীক তুমি
ছলনার এক কায়া,
হিংস্র ছোবল সাজাও তুমি
বড্ড প্রেমের মায়া।
গৌরীপুর, ময়মনসিংহ।