তোমাকে পাইনি, তবু তুমি আমার
সৈয়দ জাহিদ সরোয়ার
গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা।
13/3/2024
তোমাকে পাইনি,
সেই না পাওয়ার মাঝেও, কী আশ্চর্য শান্তি ছিল জানো?
তুমি ছিলে দূরের নক্ষত্র,
আমি শুধু দেখেছি, ছুঁতে যাইনি।
তুমি আমার হাতে আসোনি,
তবুও হাতের রেখায় তুমি ছিলে।
কী অদ্ভুত, না?
যে প্রেমে স্পর্শ নেই,
সেই প্রেমই বেঁচে থাকে সবচেয়ে গভীরে।
আমি হারিয়েছি তোমাকে দিনের আলোয়,
তবু রাতে যখন চাঁদ ওঠে,
তোমার ছায়া এসে বসে পাশে,
নীরবে, নিঃশব্দে, অথচ কী প্রবল!
বিরহ আমার অভ্যেস হয়ে গেছে,
আমি আর কাঁদি না,
কারণ তোমাকে না পাওয়াই , আমার সবচেয়ে আপন।
তুমি ছিলে অধরা,
তুমি আছো বিরহে,
তবু তুমি আমার, এটাই প্রেমের পূর্ণতা।