তুলসী_কেমন_আছো_তুমি?
কবি ফিরোজ_আহমেদ_স্বপন
তুলসী, তুমি আজও আছো হৃদয় ঘূর্ণিপাকে,
নির্জনে স্মৃতির পাতা তোমার ছবিই আঁকে,
প্রথম দেখার সেই বিকেলটার কথা তোমার কি মনে পড়ে ?
কাজল আঁকা চোখে অপলক তাকিয়েছিলে আমার দিকে ,
আমিও চোখ ফেরাতে পারিনি,
অতি সহজেই দুজন দুজনার খুব কাছে চলে গেলাম,
পথ চলতে চলতে ওই বিলের ধারে যেতেই ,
তুমি থমকে দাঁড়ালে,
বিনম্র আবদারে বললে,
ঐ লাল ফুলটা এনে দেবে ?
আমি একটুও দেরি করিনি,
ফুল হাতে নিয়ে যখন পাড়ের দিকে তাকালাম,
চোখ ঝাপসে গেল,
লাল-গোলাপি আকাশের স্নিগ্ধ আভায় তোমাকে অপরূপ লাগছিল,
তোমার অপার সৌন্দর্যে শাপলা ফুল যেন ম্লান হয়ে গেলো,
শত ফুলে শোভিত কচুয়া বিল আমাকে আকৃষ্ট করেনি,
শালুক পাতায় শিকারি বক ,
নীল জলে অচেনা মাছের কিলবিল,
ওসবে আমার এতটুকু দৃষ্টি পড়েনি,
অসীম ঐশ্বর্যের দিগন্তে দাঁড়িয়ে,
আমার চোখ দুটোকে তুমিই কেড়ে নিলে।
তুলসী,খুব জানতে ইচ্ছে করে,
এখনো কি কারো সাথে সমান্তরাল হেঁটে সুখ-স্বপ্ন রচনা করো ?
এখনো কি পছন্দ করো সেই লাল শাপলা ?
বিচিত্র বিস্তৃত হৃদয় নিয়ে সত্যিই তুমি নির্মম অচেনা রমণী।
তুলসী,সে কথা কি তোমার মনে আছে ?
একটি পাপড়ি হাতে দিয়ে বলেছিলে,
এটি ডায়েরির ভিতর রেখে দিও,
ভালোবাসা অমর হবে,
আমি যথার্থই তোমার কথা রেখেছিলাম, রাখতে চেয়েছিলাম শপথের কথাটিও,
কিন্তু তোমার লক্ষ্যছুট দৃষ্টি পৃথিবীর রঙ পাল্টে দিলো,
কখনও ভাবিনি তুমি আমার হাত ছেড়ে দেবে,
তোমার দেওয়া পাপড়ি মিথ্যে হয়ে যাবে ভাবিনি কোনদিন,
জানো ?
নতুন দিনের ক্যানভাসে অন্য হাতের স্পর্শে তোমার বিভোরতা ,
আমার সইতে খুব কষ্ট হয়,
হারানো বিকেল আমাকে বিষন্ন করে দেয়,
তোমার ফেলে যাওয়া স্মৃতি আমাকে ঘুমোতে দেয় না,
কেউ জানতে চায় না আমি কেমন আছি,
লাল-গোলাপি আকাশ দেখলে হৃদয় কেঁপে ওঠে,
আমার নিঃশব্দ কবিতা অন্তহীন আকাঙ্ক্ষায় প্রশ্ন করে,
তুলসী ! তুলসী কেমন আছো তুমি?
কেমন আছো তুলসী ?
*****