তুমি ছিলে, হয়তো আছো এখনো /
সৈয়দ জাহিদ সরোয়ার
গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা।
17/2/2024
তুমি ছিলে আমার ভোরের কুয়াশা,
মাঝে মাঝে দেখি, আবার দেখি না।
কি জানো, তোমাকে হারানোর ভয়েই বেঁচে ছিলাম,
সেই ভয়টাও আজ আর খুঁজে পাই না।
তুমি হেঁটে গেলে, শব্দ হলো না,
হয়তো ইচ্ছে করেই না শুনিয়ে গেলে।
আচ্ছা, কেউ কি চলে গিয়ে থেকে যায়?
কেউ কি থেকে গিয়েও চলে যায়?
মনে হয়, এই শহরের বাতাস জানে,
তোমার গন্ধ মিশে আছে গলির বাঁকে,
যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম একদিন,
হয়তো তুমি ভুলে গেছো, আমি ভুলিনি।
জানো, আজও সেই দোকানে চা খাই,
যেখানে তুমি বলেছিলে, ‘আর কখনো ভুলে যাস না।’
হাসি পায়, মানুষ এমন মিথ্যে কীভাবে বলে!
তুমি ছিলে, হয়তো আছো এখনো।
কিন্তু, আমি আর খুঁজে ফিরি না।
যদিও কখনো কখনো, মনে হয়,
হয়তো আজও তুমি অপেক্ষা করো, ঠিক সেই গলির মোড়ে।