তিন ভাইয়ের বন্ধন
মো: সোলায়মান হোসেন মারুফ
———————————–
তিনটি তারা এক আকাশে, ঝিকিমিকি দীপ্তি হানে,
মারুফ, জিহাদ, আর জিসান—ভ্রাতৃত্বের গানে।
মারুফ শান্ত, বুদ্ধির দীপ্তি, মুখে সদা হালকা হাসি,
সবার আগে উঠে দাঁড়ায়, যদি পড়ে কারো খাসি।
জিহাদ সাহস, আগুন তার চোখে, হৃদয়ে শক্তির ঢেউ,
অন্যায় দেখলে রুখে দাঁড়ায়, সত্যে থাকে সে ঢেউ।
জিসান হালকা মজার ছলে, হাসায় সবাইকে পাশে,
ভাইদের মাঝে ছড়ায় সুখ, ভালোবাসার আশে।
তিনজন মিলে একটাই দল, স্বপ্ন বুনে তারা রাতে,
হৃদয়ের সুরে বাঁধা তারা, যত দিন রবে এ পথে।
তিন ভাই মানে তিনটি গল্প, একটাই ভালোবাসার নাম,
তাদের বন্ধনে হাসে জীবন, ঘরে বাজে শান্তির দাম।