ঢুকিতে মানা।
রকিবুল ইসলাম।
তারিখঃ২৫.০৬.২৫।
গিয়াছিলাম সেদিন হাঁটিতে হাঁটিতে,
তোমার হৃদয় বাড়ির উঠানে।
উঠানের দুই পার্শ্বে দুইটি ঘর,
একটি ঘর দক্ষিণ পার্শ্বে,
সতত আলো বাতাস
যেথা করিতেছে খেলা।
অন্য ঘরটি উত্তর প্বার্শে,
আঁধারে বেষ্টিত যাহা,
হিম-শৈল বরফে ঢাকা সদা।
উত্তর মেরুর গৃহদ্বারে রহিয়াছে লেখা,
"এসো হে সখা"-স্বাগত তোমায় হেথা।
দক্ষিণ গোলার্ধের কক্ষের কপাটে লেখা,
আসিও না হেথা তুমি সখা,
আস যদি কভূ,ব্যথায় পুড়িবে সদা।
তবুও,আশায় বাঁধিয়া বুক গিয়াছিলাম তথা,
হইলাম ভগ্ন-মনোরথ, দর্শিয়া নোটিশ একখানা-
-"তোমায় ঢুকিতে মানা!"