ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা….
ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত ‘ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রদানের জন্য কবিতা, শিশুসাহিত্য, গবেষণা, সাংবাদিকতা ও আবৃত্তি বিভাগে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ (পাঁচ) জন কবি-সাহিত্যিক পাচ্ছেন ‘ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৫’। গত ০৬ আগস্ট ২০২৫ খ্রি. রোজ বুধবার বিকাল ০৪:০০ ঘটিকায় একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৫’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত পুরস্কার প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
যারা ‘ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৫’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:
==================================================
ক্র: নং- নাম – বিভাগ
==================================================
১. সুভায়ন খীসা (কবিতা);
২. মো. আদিল মাহমুদ (শিশুসাহিত্য);
৩. গাজী বেলাল উদ্দিন (গবেষণা);
৪. গাউছ-উর রহমান (সাংবাদিকতা);
৫. সৈয়দ তৌফিক কামাল (আবৃত্তি);
এই প্রসঙ্গে ‘ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৫’ কমিটির আহ্বায়ক মোঃ আহসান হাবীব বলেন, ‘দীর্ঘ ৬ (ছয়) মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ৫ (পাঁচ) জন কবি-সাহিত্যিককে পুরস্কার প্রদানের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা পুরস্কার প্রদানের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’
উল্লেখ্য যে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় ডাক বাংলা সাহিত্য একাডেমি। এই একাডেমিতে শুদ্ধ সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, সমাজকল্যাণ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। শুদ্ধ সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে প্রবর্তন করা হয় ‘ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৫’।
শুভেচ্ছান্তে:
স্বাক্ষরিত/-
শ ম দেলোয়ার জাহান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
ডাক বাংলা সাহিত্য একাডেমি
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।
স্বাক্ষরিত/-
সৈয়দা হাবিবা মুস্তারিন
সাধারণ সম্পাদক
ডাক বাংলা সাহিত্য একাডেমি
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।