1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (১ম ধাপ) পাচ্ছেন যাঁরা……

  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (১ম ধাপ) পাচ্ছেন যাঁরা……

নেত্রজল নিউজ:

ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত ‘ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (১ম ধাপ)’ প্রদানের জন্য কাব্য সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন পাচ্ছেন ‘ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (১ম ধাপ)’। গত ২৩ নভেম্বর ২০২৪ খ্রি. রোজ শনিবার বিকাল ০৪:০০ ঘটিকায় একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (১ম ধাপ)’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কার প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (১ম ধাপ)’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. মোঃ ফারুকুল ইসলাম (কবি ও সংগঠক),
২. ডালিম কুমার রায় (কবি ও সংগঠক),
৩. লুৎফুন নাহার (কবি ও সংগঠক),
৪. মোহাম্মদ মনিরুল হক (কবি ও সংগঠক),
৫. প্রগতি চাকমা (কবি ও সংগঠক),
৬. এম রিপন মিয়া (কবি ও সংগঠক),
৭. জাকারিয়া বরকত (কবি ও সংগঠক),
৮. বিলকিস নাহার মিতু (কবি ও সংগঠক),
৯. অয়ন কুমার সরকার (কবি ও সংগঠক),
১০, মোঃ রায়হান কাজী (কবি ও সংগঠক),

এই প্রসঙ্গে ‘ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (১ম ধাপ)’ কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে কাব্য সাহিত্যে এই ১০ জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় ডাক বাংলা সাহিত্য একাডেমি। এই একাডেমিতে বিশুদ্ধ সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে প্রবর্তন করা হয় ‘ডাক বাংলা কাব্য পুরস্কার (১ম ধাপ)’।

শুভেচ্ছান্তে:

স্বাক্ষরিত/-

শ ম দেলোয়ার জাহান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
ডাক বাংলা সাহিত্য একাডেমি
গভ: রেজি: নং- সিআরএ – ২৭৯৯৭
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট