1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

টাকা ছাড়া জীবন ফাঁকা, কবি:কারিমা খাঁন দুলারী, খুলনা জেলা ফুলতলা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

টাকা ছাড়া জীবন ফাঁকা,
কবি:কারিমা খাঁন দুলারী,
খুলনা জেলা ফুলতলা।

টাকা ছাড়া এই পৃথিবী
মনে হয় একেবারে ফাঁকা।
টাকার জন্য এই অপরূপ
ভুবন কে লাগে ঝাঁকা নাকা।

টাকা থাকলে সভাব মন
থাকে সব সময় ভালো।
এই টাকার জন্য সংসারে
জ্বলে প্রদীপের আলো।

যাঁর জীবন শুন্য বেকার
তাঁর কষ্টে ভরা এ হৃদয়।
এই টাকা বড় জাদুকর
সঙ্গের সাথীরা নেয় বিদায়।

টাকা কিন্তু সোনার হরিণ
তাঁর পায়না সবে খোঁজ।
কত মানুষ জীবন দিয়ে
কাজ খোঁজে তাঁরা রোজ।

এ টাকা বড় নিষ্ঠুর নির্দয়
না থাকলে সন্তান করে পর।
পকেট যদি খালি থাকে
পরিবার ও হয়ে যায় নরবর।

টাকার জন্য জীবন ভরে
আসে কত সুখ শান্তি।
মন থাকে মাতোয়ারা হয়ে
দুর হয়ে যায় সব ক্লান্তি।

কত মানুষ এই টাকার লোভে
করছে খুন জুলুম দূর্নীতি।
অত্যাচারের শিকার হয়ে
তাঁদের হচ্ছে অবনতি।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট