ঝড়ো সমীরনে।
রকিবুল ইসলাম।
১৩.০৬.২৫।
তোমার ধরার পবন এসে
মিশে যখন আমার বুকে,
তোমার গায়ের সুবাস নিয়ে
মাতাল করে ঘ্রাণের মোহে।
শীতলতা আসে আমার দেহে,
তোমার কোমল পরশ পেয়ে।
বহুকাল আমি চলেছি পথে,
চলেছি হেঁটে তোমার ভূমে।
ধূলিকণা যায় আর্জি জানিয়ে,
মেখে নিতে তারে আমার পায়ে।
নিয়েছি গায়ে মেখে সাথী ভেবে,
পড়ে ছিল যা অবহেলে।
ব্যাকুল মানস হাসেনি হরষে,
হয়নি মুগ্ধ তোমার বিহনে।
সুখ ছড়ানো তোমার পথে,
খেয়েছি লুটোপুটি প্রবল তৃষাতে।
হাসতে তবু পারিনি সুখে,
তুমিহীনা দু:খে কাঁদব ভবে।
দু:খই আজ আত্মজ হয়ে,
মিশেছে আমার অন্তর মাঝে।
জ্বেলেছি দ্বীপ আলোর নেশাতে,
নিভেছে তাও ঝড়ো সমীরনে।