1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

ঝড়ো সমীরনে। রকিবুল ইসলাম। ১৩.০৬.২৫।

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ঝড়ো সমীরনে।
রকিবুল ইসলাম।
১৩.০৬.২৫।

তোমার ধরার পবন এসে
মিশে যখন আমার বুকে,
তোমার গায়ের সুবাস নিয়ে
মাতাল করে ঘ্রাণের মোহে।
শীতলতা আসে আমার দেহে,
তোমার কোমল পরশ পেয়ে।
বহুকাল আমি চলেছি পথে,
চলেছি হেঁটে তোমার ভূমে।
ধূলিকণা যায় আর্জি জানিয়ে,
মেখে নিতে তারে আমার পায়ে।
নিয়েছি গায়ে মেখে সাথী ভেবে,
পড়ে ছিল যা অবহেলে।
ব্যাকুল মানস হাসেনি হরষে,
হয়নি মুগ্ধ তোমার বিহনে।
সুখ ছড়ানো তোমার পথে,
খেয়েছি লুটোপুটি প্রবল তৃষাতে।
হাসতে তবু পারিনি সুখে,
তুমিহীনা দু:খে কাঁদব ভবে।
দু:খই আজ আত্মজ হয়ে,
মিশেছে আমার অন্তর মাঝে।
জ্বেলেছি দ্বীপ আলোর নেশাতে,
নিভেছে তাও ঝড়ো সমীরনে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট