1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

জ্যোতির মিছিল // (The March of Jyoti) কলমে- সৈয়দ জাহিদ সরোয়ার, 15/8/2024

  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

// জ্যোতির মিছিল //
(The March of Jyoti)
কলমে- সৈয়দ জাহিদ সরোয়ার,
15/8/2024

তারা এসেছিলো দীপ্ত আলো নিয়ে—
বয়সে কাঁচা, কিন্তু রক্তে আগুন।
মেয়েদের চোখে ছিলো প্রতিজ্ঞার জ্যোতি,
ছেলেদের কণ্ঠে বাজছিলো,
“আপোষ নয়—এই লড়াই চূড়ান্ত!”
তাদের হাতে ছিলো না অস্ত্র,
তবু শাসকের কাঁপন শুরু হয়েছিলো
ওদের পদধ্বনির শব্দে।
তাদের নামে লেখা হলো মামলা,
কিন্তু ইতিহাসে লেখা হলো নাম—
জ্যোতিরা।
আজও যখন কোনো মেয়ে সাহস করে হাঁটে,
কোনো ছেলে বুক চিতিয়ে বলে,
“আমি রাষ্ট্রের সামনে প্রশ্ন রাখি”—
সেই হাঁটার ছায়া পড়ে ২০২৪-এ দাঁড়ানো
ঐ মিছিলে, যেখানে দাবির গর্জনে
প্রকম্পিত হয়েছিলো রাজধানীর হৃদয়।
জ্যোতিরা ফিরে যায়নি,
তারা আজ প্রতিটি প্রতিবাদের ভিতরে বেঁচে থাকে,
ওদের আগুনে পোড়ে রাষ্ট্রের ভণ্ড প্রতীক।
এই জয় কেবল কোটা সংস্কারের নয়—
এই জয় এক জাতির নবজন্ম,
যেখানে তরুণদের রক্তেই লেখা হয় স্বাধীনতা।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট