জ্ঞানের দিশারি
কবি:আল আমিন-বিদ্রোহী
জ্ঞানের শক্তি পাহাড় সম, হে জ্ঞানের দিশারি,
শ্রাদ্ধায় আজই নত করি অন্তরযামী।
জ্ঞানের আলোয় দীক্ষিত করেছেন মোরে
হে শিক্ষার কান্ডারী।
আধার ঘুছিয়ে মোরে দেখিয়েছেন আলোর পথ,
আপনি তো সুপথের পাঁচালী।
ব্যর্থতা যবে মোরে কুলষিত করে,
দিয়েছেন আপনি মোরে সান্ত্বনার বাণী।
বলেছেন, সফলতা আসবে যবে,
জ্বলে উঠবে জীবনের বাতি।
সৎ পথে লড়তে নেই ভয়, নেই কোন সংশয়,
বাধা বিপত্তি চিরে সত্যকে করো জয়।
আপনারই কাছে তা শিখি।
নিরাশা না হয়ে প্রভুকে ডাকিতে হয়,
সফলতার জন্য সাধনা করিতে হয়।
এ মন্ত্র আপনারই তরে যপি।
কত না আদর-সোহাগে, মাতৃ স্নেহে,
আজই আমায় করেছেন ঋণি।
এ ঋণ শোধ হবে না,
আপনার প্রতি ভালোবাসা ফুরাবে না কভু।
জীবেদের মাঝে জীবন্ত রূপে বেঁচে থাকুন
চিরকাল এ কামনাই বিধাতার কাছে করি।