জেগে ওঠো সবে
-মোঃ মিনারুল ইসলাম
তারিখ- ০১/০৮/২০২৫ ইং
জেগে ওঠো ওহে বীর তোমরা,
জেগে ওঠো এবার সবে।
অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে,
দাঁড়াও মেরুদণ্ড সোজা করে।
রাখতে হবে মেরুদন্ড সোজা,
অন্যায় অনিয়ম দুর্নীতি পেলে।
মুখোশ ওদের খুলে দিতে হবে,
দিতে হবে ওদের আস্তানা তুলে।
মিথ্যা অনিয়ম দুর্নীতিতে ভরা,
সমাজে কারা এই নষ্ট ছেলে?
নষ্টামির মাধ্যমে বিস্তার ওদের,
সমাজে পড়েছে তাই হেলে।
নত নাহি হবে মোদের শির,
ঘুরে দাঁড়াও ওহে বীর।
সোজা রেখে তোমার মেরুদন্ড,
ঘুরে দাঁড়াও এখন ওহে বীর।
চতুরদিকে খুঁজে বেড়াও,
কোথায় অনিয়ম দুর্নীতি চলছে?
ওদের সাথে নাহি হবে নত,
কলমের আঘাতে করবে ক্ষত।
যত শত বুঝবে না কখনো,
হবে অনিয়ম দুর্নীতি বন্ধ। টয়লেটের মতো ছড়িয়ে পড়েছে,
সমাজে অনিয়ম দুর্নীতির দুর্গন্ধ।
#কপি সংরক্ষিত।