1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

জেগে ওঠো সবে -মোঃ মিনারুল ইসলাম তারিখ- ০১/০৮/২০২৫ ইং

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

জেগে ওঠো সবে

-মোঃ মিনারুল ইসলাম
তারিখ- ০১/০৮/২০২৫ ইং

জেগে ওঠো ওহে বীর তোমরা,
জেগে ওঠো এবার সবে।
অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে,
দাঁড়াও মেরুদণ্ড সোজা করে।

রাখতে হবে মেরুদন্ড সোজা,
অন্যায় অনিয়ম দুর্নীতি পেলে।
মুখোশ ওদের খুলে দিতে হবে,
দিতে হবে ওদের আস্তানা তুলে।

মিথ্যা অনিয়ম দুর্নীতিতে ভরা,
সমাজে কারা এই নষ্ট ছেলে?
নষ্টামির মাধ্যমে বিস্তার ওদের,
সমাজে পড়েছে তাই হেলে।

নত নাহি হবে মোদের শির,
ঘুরে দাঁড়াও ওহে বীর।
সোজা রেখে তোমার মেরুদন্ড,
ঘুরে দাঁড়াও এখন ওহে বীর।

চতুরদিকে খুঁজে বেড়াও,
কোথায় অনিয়ম দুর্নীতি চলছে?
ওদের সাথে নাহি হবে নত,
কলমের আঘাতে করবে ক্ষত।

যত শত বুঝবে না কখনো,
হবে অনিয়ম দুর্নীতি বন্ধ। টয়লেটের মতো ছড়িয়ে পড়েছে,
সমাজে অনিয়ম দুর্নীতির দুর্গন্ধ।

#কপি সংরক্ষিত।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট