জীবনের খাত
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
জীবনের খাত জীবন তরে
কান্না হাসির ঝলক পড়ে
মানুষ রূপে গণ্য,
সামাজিক জীব জন্তু যতো
ক্ষুধার জ্বালা নিজের মতো
বেঁচে থাকার জন্য।
জীবনের জয় বাঁচার লড়াই
বেহুদা কাজ করছে বড়াই
মনের পোষা আশা,
আশার প্রদীপ জ্বলার মতি
জীবনের পথ বন্ধুর গতি
স্বপ্ন সুখের বাসা।
সাদা কালো’র জীবন নিয়ে
লড়াই করছে জীবন দিয়ে
মিটবে আশা শত,
কাংখিত সুখ সম্মৃদ্ধির সাধ
মিটুক আশা যাক অপবাদ
খুশির দোলা কত।