জীবনের আশা
মহসিন আলম মুহিন
১৪/০৭/২০২৫
জীবনটা হোক কন্টক মুক্ত,
যা প্রয়োজন সব হোক যুক্ত,
শিক্ষা, দীক্ষা, মহৎ জ্ঞান অর্জন;
হালাল রুজি সহ সঠিক দর্শন।।
মানুষের মনে রহি মানুষের ভক্ত,
আসেনা’ পরীক্ষা কখনও শক্ত,
সবার কাছে যেনো প্রিয় সুজন;
উন্নত জীবনে কিছু হোক সৃজন।।
বিধাতার করুণায় সদাই সিক্ত,
বিদায় কালে ঝুলি নাহি হয় রিক্ত,
আসবে যখন শেষ আসবে মরণ-
মানুষের স্মৃতি মাঝেও থাকি তখন।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯