জাত-বেজাত
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
আমি যাদের আপন ভাবি
তারা খুঁজেন জাত,
তাদের সাথে জীবন পাঠে
কাটে দিবস রাত।
সৃষ্টির সেরা মানব জাতি
মাখলুকাতের খাত,
বর্ণবাদের জাতি বিদ্বেষ
জীবন কুপোকাত।
অমানবিক কাজ ভুলিয়া
ঐক্যের দিকে ডাক,
এই জগতে আদম সন্তান
মিলে মিশে থাক।
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
সৃষ্টি কর্তার সাধ,
জাতি বিভেদ ভুলে সবাই
ভাঙ্গি জাতির বাঁধ।
জাতের নামে মুখোশধারী
স্বভাব ভুলে যাও,
সারাজীবন হিংসা বিদ্বেষ
দ্বন্দ্ব বিবাদ তাও।