জয়-পরাজয়
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
জীবন পথে চলার ক্ষেত্রে
জয়-পরাজয় রয়,
ভব পাড়ের পথিক যেনো
পায় না তাতে ভয়।
পিতা মাতার আশার বাসা
সন্তান প্রতি বেশ,
ভালোবাসার স্নেহের খনি
হয় না কভু শেষ।
জয়-পরাজয় নিয়ে জীবন
চলতে থাকে পথ,
জয়ের জন্য উৎসাহ দেয়
ভালো পথের মত।
খেলার মাঠে জয়-পরাজয়
আছে সঠিক দিক,
ন্যায়ের পথে জীবন খানি
থাকতে হবে ঠিক।
জয়ের আশা সবার আছে
করো সঠিক কাজ,
সৎ আদর্শের সঠিক পথে
মহত্ত্বের নেই লাজ।