1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

জননন্দিত সফল নারী উদ্যোক্তা কে এই তানিয়া পারভীন তামান্না?

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

জননন্দিত সফল নারী উদ্যোক্তা কে এই তানিয়া পারভীন তামান্না?

নারী উদ্যোক্তা, রন্ধন শিল্পী, রন্ধন প্রশিক্ষক, কবি, কথাসাহিত্যিক, আবৃত্তিকার, উপস্থাপিকা, টিভি প্রোগ্রামার, ট্রেইনি শেফ (বেকারী এন্ড পেষ্ট্রি প্রোডাক্টশন) ইন্টারকন্টিনেন্টাল হোটেল এন্ড রিসোর্ট (এক্স শেরাটন হোটেল) ঢাকা এবং ব্যবসায়ী তানিয়া পারভীন তামান্না। যদিও তিনি তানিয়া তামান্না নামেই সুপিরিচিত। ঢাকার মানিকগঞ্জের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারের ছোট মেয়ে। জমিদার মীর আলী আকবর তার দাদাজান। মানিকগঞ্জের সাকরাইলের আরেক সম্ভ্রান্ত জমিদার বিচারপতি আমির আলী চৌধুরীর বড় সন্তান জমিদার “মোশাররফ আলী চৌধুরী” তানিয়ার নানাজান। মীর শামসুদ্দিন নূরে আলম এবং চৌধূরী আলেয়া বেগমের ছোট সন্তান তানিয়ার জন্ম এবং বেড়ে উঠা সবটাই পাবনা শহরের মূল কেন্দ্রে। পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ম্যানেজমেন্টে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে একটি গ্রুপ অব কোম্পানীতে এ্যাকাউন্টস অফিসার হিসাবে কাজ করেছেন ৩ বছরের অধিক সময়। এরপরে একটি গ্রুপ অব কোম্পানীর উচ্চপদস্ত কর্মকর্তার সাথে বিয়ে। ঘরকন্যার কাজ চলতে থাকে। এর মধ্যেই বেবী আসে কোলজুড়ে। একটি সময় গিয়ে তার মনে হলো কিছু একটি কাজ করা উচিত। ছোটবেলা থেকেই নিজে কিছু করার প্রতি আগ্রহ ছিল প্রচন্ড। বিয়ে, বেবী সবকিছু মিলিয়ে জব যেহেতু করা হলো না, তাই ঘরে থেকে কিভাবে আর্ন করা যায় সেই চিন্তা থেকেই শুরু। শখের বশে বেকিং শিখতে যাওয়া সূচনা কুকিং স্কুলে শ্রদ্ধেয় শেফালী রাজ্জাকের কাছে। বেকারী এন্ড পেষ্ট্রি প্রোডাক্টশন, ফুড এন্ড বেভারেজ প্রোডাক্টশন এবং ভেজিটেবল কার্ভিং এর ফুল কোর্সও কমপ্লিট করেন সেখান থেকেই। প্রথম দিকে অনেক বাঁধা ছিল পরিবার থেকে। তানিয়াকে বলা হলো, “রান্না শিখে কি হবে, তুমি এমনিতেই অনেক ভালো রান্না পারো”। প্রাথমিকভাবে তানিয়ার রান্নার হাতেখড়ি তার মায়ের কাছে।
পরিবার থেকে এমবিএ করার জন্য চাপ ছিলো অনেক। কিন্তু রান্না শেখার অদম্য ইচ্ছার কাছে হেরে গিয়ে এমবিএ এর টাকা দিয়েই রান্নার কোর্স কমপ্লিট করেছেন তিনি। আসলে তার ইচ্ছাশক্তির কাছে পরিবারের সবাই নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল। সেই ২০১২ সাল থেকে শুরু হলো পথচলা।
আলহামদুলিল্লাহ। এরপরে একটু একটু করে এগিয়ে যেতে থাকলেন স্বপ্ন পূরণের পথে। ২০১৭ সালের শেষের দিকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট থেকে বেকারী এন্ড পেষ্ট্রি প্রোডাক্টশনের উপরে এনসিসি/বিপিপি/৯০ কোর্স কমপ্লিট করে ইন্টারকন্টিনেন্টাল হোটেল এন্ড রিসোর্ট (এক্স শেরাটন হোটেল) এ ইন্টার্নী করেন। বর্তমানে মাল্টি কুইজিন নিয়ে কাজ করছেন ঢাকার রামপুরা, বনশ্রীতে অবস্থিত তার কিচেন থেকে। “মাষ্টার কিচেন বাই তানিয়া তামান্না’স ক্যাটারিং হাউস” নামে তার একটা প্রতিষ্ঠান আছে যেখান থেকে দেশি-বিদেশি সব ধরণের হোম মেইড ফুড হোম ডেলিভারী করছেন তিনি। তার ক্যাটারিং হাউস থেকে আনলিমিটেড লোকের ফুড ডেলিভারী করা হচ্ছে। যেকোনো অনুষ্ঠান, যেমন: বিয়ে, বৌভাত, অফিশিয়াল পার্টি,
পিকনিক, গেট-টুগেদার, হলুদ সন্ধ্যা, মেহেদী সন্ধ্যা, বার্থডে পার্টি, খৎনা ইত্যাদি। “তানিয়া’স কুকিং এন্ড বেকিং একাডেমি”থেকে অফলাইনে শুধুমাত্র লেডিসদেরকে কুকিং এবং বেকিং এর উপরে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। আর অনলাইনে ছেলে-মেয়ে সবার জন্য ট্রেনিং এর সমান সুযোগ রেখেছেন। আর তানিয়ার প্রতিষ্ঠানে প্রতিটি ক্লাসেই ৩/৪ জন অস্বচ্ছল নারীদেরকে ফ্রি প্রশিক্ষণের সুযোগ রেখেছেন। এর মূল কারণ হলো, অস্বচ্ছল নারীদের স্বপ্নপূরণে এগিয়ে আসা। তানিয়া পারভীন তামান্না গত ১২ বছর ধরে কুকিং, বেকিং এবং ভেজিটেবল কার্ভিং নিয়ে কাজ করে যাচ্ছেন। তানিয়া তার বড় দুলাভাই এর সাথে পার্টনারশিপে দ্যা কিচেন নামে একটা চায়নিজ রেস্টুরেন্ট ওপেন করেছেন বাংলা মটরে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ: এর মধ্যে কয়েকটি স্থানীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। বাংলাদেশ শেফ অর্গানাইজেশনের “ইউনিক রেসিপি কনটেস্ট”এ পারটিসিপেট করে দ্বিতীয় রানার্স আপ হয়েছিলেন ২০২০ সালের জুলাই মাসে। যদিও কনটেস্টে পারটিসিপেট করার তেমন সুযোগ হয়ে উঠে না তার।

মেলায় অংশগ্রহণ: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে নবান্ন উৎসব এ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে পিঠা মেলায় অংশগ্রহণ করেছেন তিনি। এরপরে রামপুরা বনশ্রীতে “রাজদরবার রেস্টুরেন্টে” বসন্ত মেলায় অংশগ্রহণ করে প্রচুর সাড়া পেয়েছিলেন তার তৈরি করা ফুড গুলোতে। বিশেষ করে বার্থডে কেক, ডেজার্ট, পিঠা, কুকিজ, পিজ্জা দারুণ আলোচিত হয়।” কেক আপা নামে পরিচিতি পেয়েছেন ইতিমধ্যে। এরপরে বনশ্রীর নানজিং কমিউনিটি সেন্টারে পুষ্টি এবং বস্ত্র মেলায় তার ফুডগুলো আবারও প্রচুর সাড়া ফেলে। আলহামদুলিল্লাহ। ৮ জন মিলেও এই মেলায় কাষ্টমারকে সামাল দিতে হিমসিম খেতে হয়েছিলো।

অ্যাওয়ার্ড গ্রহণ: ২০২১ সালের ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইট কর্তৃক আয়োজিত “কীর্তিমান নারী সম্মাননা ২০২১” পদক পেয়েছেন তিনি ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেল এন্ড রিসোর্ট এর ক্রিস্টাল বলরুমে একটা জমকালো অনুষ্ঠানের মাধ্যমে। এরপরে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে ৮ মার্চ ২০২১ আন্তর্জাতিক নারী দিবসে সমাজের স্ব-স্ব ক্ষেত্রে সফল নারীদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে বনানীর গোল্ডেন টিউলিপ হোটেলে একটা অনারম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। সেখানেও তারা তাকে আমন্ত্রণ করেন এবং অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। এরপরে ১৮ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে ৫০ জন সফল গুণিজনকে গোল্ডেন জুবিলী অ্যাওয়ার্ড প্রদান করেন ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস ইন্টারকন্টিনেন্টাল হোটেল এন্ড রিসোর্ট এর ক্রিস্টাল বলরুমে। এখানেও তাকে গোল্ডেন জুবিলী অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

২০ জুলাই ২০২২ ভেডিক ভিলেজ স্পা রিসোর্ট কলকাতায় অনুষ্ঠিত হয় ময়ূরপঙ্খি ইন্টারন্যাশনাল এবং ময়ূরপঙ্খি ফাউন্ডেশন এর উদ্যোগে “ইন্টারন্যাশনাল পিস সামিট এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২২”। এখানেও তারা তানিয়া পারভীন তামান্নাকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছেন।

“ডাক বাংলা সাহিত্য একাডেমি এবং আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২২” এ বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র স্টুডিও থিয়েটার মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সাহিত্যে অবদানের জন্য “সাহিত্যরত্ন” অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে গুণি লেখক তানিয়া পারভীন তামান্নাকে।

গোল্লাছুট পরিবার শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য “শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সম্মাননা ২০২৩” এ ভূষিত করেন।

“সিইউকেপি আবৃত্তি সম্মানা ২০২৩” গ্রহণ করেছেন তিনি। এরকম আরও অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি।

টিভি প্রোগ্রাম: এনটিভিতে এক্সপার্টস টুডেস কিচেন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন তিনি। মাইটিভির কুকিং শো “পাকের ঘর” এ অংশগ্রহণ করেছেন। জিটিভিতে কিউট আজকের অনন্যায় অংশগ্রহণ করে রানার্সআপ হয়েছিলেন। বিটিভির কুকিং শো “রান্না ঘর” অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং আরও অনেক টিভি চ্যানেলে বিশেষ করে একুশে টিভির “মজার টিফিন চাই”, মাছরাঙা টিভি, এটিএন বাংলা, গ্লোবাল টিভি, বাংলা ভিষন, দূরন্ত টিভি সহ বিভিন্ন টিভি চ্যানেলের কুকিং শোগুলোতে অংশগ্রহণের প্রক্রিয়া চলছে।

কবিতা এবং গল্পের বই: তানিয়ার বন্ধুদের সাথে যৌথভাবে প্রাণের ব্যাচ থেকে “প্রাণের কবিতা” নামে একটা কাব্যগ্রন্থ এবং “গল্পের শহরে” নামে একটা গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে ২০২২ এর বইমেলায়। নতুন কুঁড়ি সাহিত্য সম্ভার আয়োজিত “নতুন কুঁড়ি কাব্য দর্পণ”, “বিবেকের দংশন”, “আমাদের ঐতিহ্য”, নামে কবি’র কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ২০২৩ এর বইমেলায় এবং ২০২৪ এর বইমেলায়। কবি’র আরও কয়েকটি নতুন কাব্যগ্রন্থ পাওয়া যাবে।

রান্নার বই: একজন প্রথিতযশা রন্ধন শিল্পীর সম্পাদনায় তানিয়ার রেসিপি সহ “বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি” বইয়ের ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ খণ্ড প্রকাশিত হয়েছে।

কলকাতার জনপ্রিয় ডব্লিউ এন এল এর ফেসবুক পেজ থেকে ৩ বার বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না নিয়ে ফেসবুক লাইভে এসেছিলেন তাদের আমন্ত্রণ এ। ডব্লিউ এন এল এর অনলাইন পোর্টালে তানিয়ার রেসিপি পাবলিশ হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে ফেসবুকে লাইভ প্রোগ্রাম করা হয়েছে এবং এখনো হচ্ছে।

অনলাইন টিভি জেইন টিভিতে “তৃতীয় নয়ন” প্রোগ্রামে আলোচনা আড্ডায় অংশগ্রহণ করেছেন তিনি। সেখানে নিজের কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা এবং কবিতা আবৃত্তি করেছেন। দৈনিক দেশজগত পত্রিকায় তানিয়ার কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন অনলাইন পোর্টালে তার বায়োগ্রাফি পাবলিশ হয়েছে। দি ডেইলি গ্লোবাল ন্যাশন নিউজ পেপারে তানিয়ার জীবনী নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। তিনি সিঙ্গাপুর থেকে প্রকাশিত মুক্ত কলম অনলাইন পোর্টাল এর স্টাফ রিপোর্টার হিসাবে যুক্ত আছেন এবং সাব এডিটর হিসাবেও দায়িত্ব পালন করছেন দক্ষতার সাথে।

জনপ্রিয় সাহিত্য সম্ভার গ্রুপে দৈনিক কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তানিয়ার লেখা কবিতা “অনুভব” প্রথম স্থান অর্জন করেছে। এছাড়াও এই গ্রুপের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। “অ” দিয়ে শব্দ গঠন, তিনটি বর্ণ দিয়ে একটি শব্দ গঠন এবং পাঁচ বর্ণের শব্দ গঠন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ প্রতিটাতেই প্রথম স্থান অধিকার করেছেন। তানিয়ার লেখা উপন্যাস একটা জাতীয় দৈনিক এর সাহিত্য পাতায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। এবং পুরো উপন্যাসটা প্রকাশের পরে পূর্ণাঙ্গ বই আকারে পাঠকের হাতে পৌঁছে দেয়ার ইচ্ছে তার।

জাতীয় কবিতা মঞ্চের নিয়মিত আসর সুরের জলসা, কবিতা সন্ধ্যায় অংশগ্রহণ করে কবিতা আবৃত্তি করছেন এবং বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করে বক্তৃতা, উপস্থাপনা এবং আবৃত্তি করে চলেছেন এবং এগুলো করতে খুব ভালো লাগে তার।

সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা: স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তিনি। কবিতা আবৃত্তি (আন্তঃকলেজ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেছেন), কবিতা লেখা, গল্প লেখা এবং বিভিন্ন বিষয়ের উপরে আর্টিকেল লেখা (বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে), ছবি আঁকা (প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগে পুরষ্কার পেয়েছেন)। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের গীতি নাট্য “নিশুথী রাইতের বাশী” নাটকে অভিনয় করে ভূয়সী প্রশংসিত হয়েছিলেন। উপস্থাপনা করা তার খুবই পছন্দের একটা কাজ।
এছাড়াও স্কুলে থাকাকালীন আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির নিয়মিত স্টুডেন্ট ছিলেন তিনি। সেখানেই শিখেছেন (উপস্থিত বক্তৃতা, অবিরাম গল্প বলা, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি, অভিনয় ও উপস্থাপনা ইত্যাদি)।

রান্নার বিষয়ে তানিয়া পারভীন তামান্নাকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছেন তার হাজবেন্ড এর পাশাপাশি তার একমাত্র বেবী, তার প্রয়াত মা, বড় বোন এবং তার বড় দুলাভাই মাহফুজুর রহমান জেনারেল ম্যানেজার, শেরাটন হোটেল, ঢাকা।

বহুমুখী প্রতিভার অধিকারী তানিয়া পারভীন তামান্না এত কাজের মাঝেও সময় পেলেই সাহিত্য চর্চাও করে থাকেন। আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট