ছোট্ট সোনার পুতুল বিয়ে
হালিমা সুলতানা
তারিখ :-০৫-০৭-২০২৫খ্রি.
সবুজ ঘাসে ফড়িং নাচে
ছোট্ট সোনার পুতুল বিয়ে।
চারটে এলো ঘোড়ার গাড়ি
চারটে পালকি বরকে নিয়ে।
লাল শাড়িতে পুতুল সাজে
ময়না নাচে লেজ দুলিয়ে।
কাজী মিঙায় পেটটা খারাপ
বউটা আছে গাল ফুলিয়ে।
প্রজাপতির ফুলের গয়না
বউয়ের মনটা খারাপ রয় না।
ছোট্ট সোনার পুতুল বিয়ে
কাজী ছাড়া তাই তো হয় না।