ছন্দ কবিতা
কবিতা-অবকাশের আনন্দ
কলমে -চন্দন বৈদ্য
তারিখ-২৯/০৬/২৫
সপ্তাহের দিন কর্মব্যস্ত
চায়না মোটে যেতে,
কাজের তাড়া দিশেহারা
রাত্রে খুশি মেতে।
ছয়টি দিন যে এমনি করে
পার হয়ে যায় কিনা,
শনিবারে রাতের শেষে
রবি নন্দের বীনা।
রবির দিনে একঘেয়েমি
চলে যায় য়ে দূরে,
আনন্দে আর হর্ষে হৃদয়
নন্দে চলে ঘুরে।
ইচ্ছে মতো ঘুমায় আমি
সর্ষের তেলে নাকে,
দেরি করে উঠবো যে আজ
কেউ না যদি ডাকে।
ছুটির দিনের অবকাশ পাই
ইচ্ছা মাফিক চলি,
মন বাজারে নন্দের দুয়ার
খুলে ফুলের কলি।