ছন্দ আছে
মুহাম্মদ জায়নুল আলম, চট্টগ্রাম
তারিখ:- ২২/০৮/২০২৫ ইংরেজী।
ছন্দ আছে দরূদ পাঠে
মিলাদ সালাম কিয়ামে,
ছন্দ আছে নামাজ রোজায়
নবীজির শান বয়ানে।
ছন্দ আছে মৌমাছিদের
মধুর আওয়াজ গুঞ্জনে,
ছন্দ আছে শিশুর কান্না
মা’য়ের হাসি স্পন্দনে।
ছন্দ আছে সাগর জলে
ঢেউয়ের মাতাল বন্ধনে,
ছন্দ আছে বৃষ্টি বাদল
নদীর স্রোত ঝন-ঝনে।
ছন্দ আছে রূপ সাগরে
হাসির ঝলক ক্রন্দনে,
ছন্দ আছে রেল গাড়ির-ঐ
চলন গতি ছন্দনে।
ছন্দ আছে চৈতি হাওয়ায়
মৃদু সুরের অঞ্জনে,
ছন্দ আছে শুকতারাতে
মধ্য রাতের নিন্দনে।
ছন্দ আছে চন্দ্র সূর্যের
মিলন মধুর গ্রহণে,
ছন্দ আছে পাখির গানে
কিচিরমিচির ঐকতানে।
ছন্দ আছে বৃষ্টি ভেজা
শিশুর কোমল হাসিতে,
ছন্দ আছে কথার সুরে
আপন জনের বাঁশিতে।
ছন্দ আছে সব কিছুতেই
শুকনো ঝরা পাতাতে,
ছন্দ আছে সুখ-দুঃখেও
জীবন নামের খাতাতে।