ছড়া কবিতা – পাতার বাঁশি
কবির নাম – আশীষ খীসা
তারিখ – ০৬।১১।২০২৪ ইং
ছোট্টকালে বাজিয়েছি
পাতার বাঁশি কত,
তাল পাতা নারিকেল পাতা
ছিঁড়েছি ইচ্ছে মত।
বাজতো যখন পেঁফুঁ করে
পেতাম কত মজা,
ভর দুপুরে বন্ধু-বান্ধব
মাঠে যেতাম সোজা।
তাল পাতা নারিকেল পাতা
বাঁশির ছিল উপাদান,
বাঁশি বাজিয়ে তুলতাম সুর
গাইতাম কত যে গান।
কত বানাতাম পাতার বাঁশি
ছিলাম কত কারিগর,
বন্ধু-বান্ধব সবাই পটু
ছিলাম কত বাজিকর।
বাদ রাখেনি পল্লীগীতি,
ছায়াছবি,আঞ্চলিক,
কত ঢঙে বাজাতাম বাঁশি
ছিলাম খুবই রসিক।
সেসব কথা পড়লে মনে
চোখে আসে পানি,
কত ছিল মজার শৈশব
সেটা আমি মানি।