চোখ ও বিবেক যায় থমকে!
কলমে-মোহাম্মদ জিয়াউল হক
তারিখ-২৩/০৭/২০২৫
গত পরশু বেলা একটা থেকে,
আমার চোখ ও বিবেক গেছে থমকে!
কচিকাঁচাদের ঝলসে যাওয়া দেখতে দেখতে,
বিমান বিধস্ত হয়ে আঁছড়ে পড়তে পড়তে,
কতগুলি প্রাণ প্রদীপ অকালে নিল কেড়ে।
কত আহাজারি চোখ পারে দেখতে,
কত কান্না হাহাকার পারে সইতে!
আমি বিবেক বুদ্ধিহীন হয়েছি!
আমি হতবাক স্তদ্ধ হয়েছি,
আমি আজ সম্পূর্ণ ভাষাহীন!
কী লিখবো? এ নিয়ে কিভাবে লিখবো?
প্রতিটা মা বাবা শিক্ষকের কান্না!
আহত নিহত সারি সারি যেন দগ্ধবন্যা!
এ নিয়েও ফ্যাসিস্টের মত আচরণ!
সরকার ও তার আশপাশ করে বারণ!
সঠিক লাশের তথ্য করে আড়াল,
সন্তানদের তার বাবামাকে করে না বিতরণ!
রাস্তায় দগ্ধ শিশু ঘুরে বেদিশা হয়ে,
সবাই ভিডিও করে দেখে শুধু চেয়ে!
দোকানদার দুইলিটার পানির দাম চায় ছ'শ,
সিএনজি রিক্সার ভাড়া ১০০ এর বদলে ১২শ!
আমি এমন জাগ্রত জনতার দেশে,
থমকে যাই চোখ বুঁজে বাকরুদ্ধ অবশেষ!
এখনও সময় আছে সঠিক পথে চলুন,
সঠিক সময় সঠিক কাজ করুন!
জীবন ও সময় থেমে থাকার নয়,
সব বেড়াজাল ভেঙে আসবে সুসময়!
আপনি সজ্ঞানে ভাবুন থাকবেন কোন দলে?
বিবেকহীন নাকি অমানুষের মত হেলেদুলে!